২২ জুন ২০২২ তারিখ রোজ বুধবার, সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের বিশেষ ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ ক্রু-মিটিং এ ২০২২-২৩ সালের ক্রু কাউন্সিল ঘোষণা করা হয়েছে।
উক্ত কাউন্সিলে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ,বগুড়ার সুযোগ্য অধ্যক্ষ ও সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর মো: শাহজাহান আলী।
গ্রুপ লিডার জনাব মো: আতিকুল আলম, রোভার স্কাউট লিডার জনাব মো: আব্দুল আলিম, জনাব আরিফুজ্জামান, জনাব ফাহমিদা আবেদীন সহ সাবেক গ্রুপ লিডার প্রফেসর মো: সিরাজুল ইসলাম।
দায়িত্বপ্রাপ্ত নতুন সিনিয়র রোভার মেট বৃন্দরা যথাক্রমে, রোভার মজতাহিদ হাসান “ক” ইউনিট, রোভার মো: রবিউল ইসলাম “খ” ইউনিট, রোভার রতন চন্দ্র দাস “গ” ইউনিট, রোভার রুম্পা খাতুন “গার্ল-ইন ইউনিট।
ক্রু কাউন্সিল ঘোষণা করেন গ্রুপ লিডার জনাব মো: আতিকুল আলম, পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রুপ লিডার জনাব মো: আতিকুল আলম,রোভার স্কাউট লিডার জনাব মো: আব্দুল আলিম,মো: আরিফুজ্জামান,জনাব ফাহমিদা আবেদীন,সাবেক গ্রুপ লিডার প্রফেসর মো: সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র রোভার মেট মো: রায়হান চৌধুরী,মো: তারেক রহমান,মো: সাফিনুর ইসলাম, মো: আরিফুল ইসলাম আসিব, সদ্য সাবেক সিনিয়র রোভার মেট মো: লিমন, মো: রায়হান আলী মৃরাব, জয় কুমার প্রামানিক, মোছা: পিংকি খাতুন সহ আরও অনেকে।
আলোচনা সভায় ২০১৯-২১ ও ২০২১-২২ সালের সিনিয়র রোভার মেট বৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করেন অধ্যক্ষ ও সভাপতি প্রফেসর মো: শাহজাহান আলী।
সবশেষে নতুন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রোভারমেট দের শুভকামনা জানিয়ে কাউন্সিল সভার সমাপ্তি ঘোষণা করা হয়।