অনলাইন ডেস্ক ৩:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন, ২০২২
ফুটবল থেকে খুব বেশি দিন দূরে থাকলেন না কার্লোস তেভেস। কদিন আগে খেলোয়াড়ি জীবনের ইতি টানা এই স্ট্রাইকার কোচ হিসেবে যোগ দিলেন আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালে।
ক্লাবের টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে। ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তেভেস।
আর্জেন্টিনার জাতীয় টেলিভিশন অনুষ্ঠানে গত ৩ জুন ৩৮ বছর বয়সী তেভেস পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।
শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ২০০১ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ইউরোপে ১৪ বছর খেলে ২০১৫ সালে ফিরে আসেন বোকায়।