মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ। সর্বোচ্চ সাজার পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন সাজায় দণ্ডিতরা হলেন- মরম, মহিম, কারিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
এ ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান গণমাধ্যমে বলেন, “দণ্ডিতরা সবাই এলাকায় রাজনীতি ও চাঁদাবাজিতে জড়িত ছিল। তারা ছিল সন্ত্রাসী ও গ্রাম্য টাউট।”
হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় ইসলাম, এমদাদুল, কুদরত আলী ও হাছেন আলীকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগপত্রভুক্ত আরেক আসামি রশিদ মামলার বিচার চলাকালেই মারা যান।