অনলাইন ডেস্ক ৭:০২ অপরাহ্ণ | শনিবার, ১১ জুন, ২০২২
শুধু পশ্চিমবঙ্গে নয়, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়।
শাকিব খানের পর এবার তিনি বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন। ১০ জুন বাংলাদেশে মুক্তি পেয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘বিক্ষোভ’। সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে লন্ডন থেকে ভিডিওবার্তা পাঠিয়েছেন শ্রাবন্তী।
বৃহস্পতিবার সকালে ভিডিও বার্তায় শ্রাবন্তী বলেন, ‘লন্ডন থেকে আমি আমার বাংলাদেশের ভালবাসার মানুষের উদ্দেশে বলছি, অনেকদিন পর বাংলাদেশে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আমি ভীষণ উত্তেজিত। ইচ্ছে ছিল সিনেমাটি মুক্তি পাওয়ার সময় বাংলাদেশে থাকব। কিন্তু অন্য সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে থাকায়, আর সম্ভব হয়নি। সিনেমাটি সবার ভাল লাগবে, আশা করছি। কারণ, সিনেমার গল্প পথ দুর্ঘটনা নিয়ে। এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বার্তাও। অনুরোধ করব, সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’
অন্য আরও একটি সিনেমার জন্য শিগগিরই বাংলাদেশে আসবেন বলেও জানান শ্রাবন্তী। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী এবং শান্ত খান।
সিনেমাটি প্রসঙ্গে শান্ত বলেন, ‘সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে সামিল। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভাল।’
শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।