স্টাফ রিপোর্টার ৬:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
বগুড়ায় বাসের টিকিটের মূল্য বেশি নেয়ায় শ্যামলী, হানিফ ও শাহ ফতেহ বাস কাউন্টারে ৫০০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বাসের ভাড়া বেশি নেয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের ঠনঠনিয়া বাস টার্মিনালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে টিকিট কাউন্টারগুলোতে জরিমানা করেন তিনি। এরপর উক্ত জরিমানার প্রতিবাদে কাউন্টার এর বাস শ্রমিক হেলপার ড্রাইভাররা টার্মিনাল এলাকায় বাস আড়াআড়িভাবে রেখে সাতমাথা টু বনানী সড়ক অবরোধ করে। এতে করে ঐ সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও মালিক শ্রমিকদের সাথে সমঝোতায় বসলে ১৫ মিনিট পর তারা রাস্তা থেকে বাস সরিয়ে নেয়।